একটানা ১৪ দিন, ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, ফুঁসছে সাধারণ মানুষ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 May 2018 07:41 AM (IST)
কলকাতা: আরও দামি জ্বালানি তেল। একটানা ১৪ দিন, ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। গতকালের তুলনায় ১৫ পয়সা বেড়ে আজ কলকাতায় পেট্রোলের দাম লিটারে ৮০ টাকা ৭৬ পয়সা। আর ১৬ পয়সা বেড়ে কলকাতায় আজ লিটার প্রতি ডিজেলের দাম ৭১ টাকা ৬১ পয়সা হয়েছে। জ্বালানির দাম ক্রমশ বৃদ্ধি পাওয়ায় নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ।