কলকাতা: দক্ষিণবঙ্গের ওপর দিয়ে বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা। যার ফলে আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস। নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডে। সেক্ষেত্রে বাড়তে পারে ডিভিসি-র জল ছাড়ার পরিমাণা।
মাঝে একদিন বিরতি দিয়ে ফের শুরু বৃষ্টি। রাজ্যবাসীর কপালে চওড়া চিন্তার ভাঁজ।
কলকাতার পাশাপাশি বৃহস্পতিবার দফায় দফায় বৃষ্টি হয়েছে বিভিন্ন জেলায়। কোথাও কোথাও অবণতি হয়েছে বন্যা পরিস্থিতির।
এর মধ্যেই ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
পূর্বাভাসে বলা হয়েছে, ঝাড়খণ্ডের ওপরে থাকা নিম্নচাপ বর্তমানে অবস্থান করছে দক্ষিণ-পশ্চিম বিহার ও সংলগ্ন অঞ্চলের ওপর। আরও শক্তিশালী হয়ে ধীরে ধীরে সেটি উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। ফলে ঝাড়খণ্ড ও বিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু নিম্নচাপ অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপর দিয়ে বিস্তৃত থাকায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির পরিমাণ বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতেও।
ঝাড়খণ্ড ও বিহারে বৃষ্টির পরিমাণ বাড়লে প্রভাব পড়বে এই রাজ্যেও। ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি হলে সেখানকার জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ বাড়তে পারে। ফলে আরও জল ছাড়তে পারে ডিভিসি। সেক্ষেত্রে নতুন করে প্লাবিত হওয়ার সম্ভাবনা থাকবে হাওড়া, হুগলি, বাঁকুড়া, দুই মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানের বিস্তীর্ণ অংশের।
দক্ষিণবঙ্গের ওপর বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা, তার জেরে আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Jul 2017 07:51 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -