কলকাতা: কলকাতাতেও ডেঙ্গিতে মৃত্যুর ধারা অব্যাহত। আজ সকালে শহরের দুপ্রান্তে দুজনের মৃত্যু হয়েছে। একজনের নাম দিপালি নন্দী, অপরজন হলেন তুলি নস্কর।
আজ ভোরে ঢাকুরিয়ার বেসরকারি হাসপাতালে হুগলির জাঙ্গিপাড়ার বাসিন্দা গৃহবধূ দিপালি নন্দীর মৃত্যু হয়। পরিবার সূত্রে খবর, ১০ নভেম্বর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ রয়েছে। অন্যদিকে সল্টলেকে একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে ডেঙ্গি আক্রান্ত এক গৃহবধূর। পরিবারের দাবি, গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন তুলি নস্কর নামে বছর পঁয়ত্রিশের ওই গৃহবধূ। প্রথমে বাগুইআটির একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। কিন্তু, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় তাঁর।
কলকাতায় ফের ডেঙ্গিতে আক্রান্ত হয়ে শহরের দুপ্রান্তে দুজনের মৃত্যু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Nov 2017 09:55 AM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -