জুনিয়র ডাক্তারদের মার, প্রতিবাদে ন্যাশনাল মেডিক্যালে অবস্থান-বিক্ষোভ, ব্যাহত পরিষেবা
Web Desk, ABP Ananda | 14 Jul 2016 03:04 AM (IST)
কলকাতা: চিকিত্সায় গাফিলতির অভিযোগে জুনিয়র ডাক্তারদের মারধরের ঘটনায় ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে আজও অচলাবস্থা। চলছে অবস্থান-বিক্ষোভ। বুধবার সন্ধেয় মস্তিষ্কে রক্তক্ষরণের জন্য হাসপাতালে ভর্তি হন বেকবাগান রো-এর বাসিন্দা মহম্মদ কালামউদ্দিন। কিছুক্ষণ পরেই মারা যান তিনি। অভিযোগ, এরপরই চিকিত্সায় গাফিলতির অভিযোগ তুলে গৌরীশঙ্কর মহাপাত্র নামে এক জুনিয়র ডাক্তারকে মারধর করেন মৃতের পরিবারের লোকজন। প্রতিবাদে বিক্ষোভ অবস্থান শুরু করেছেন জুনিয়র ডাক্তাররা। ব্যাহত হাসপাতালের পরিষেবা। চূড়ান্ত হয়রানির শিকার রোগী ও তাঁর আত্মীয়পরিজন।