কলকাতা:সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির প্রতিবাদে জেলার মতোই বিক্ষোভ শহরজুড়েও।

পথে নামল তৃণমূলের শ্রমিক সংগঠন। দুপুরে এসএন ব্যানার্জি রোড থেকে শুরু হয়ে লেনিন সরণি হয়ে ধর্মতলা মোড়ে শেষ হয় মিছিল। নেতৃত্বে ছিলেন বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

দুপুর ১টা থেকে সিজিও কমপ্লেক্সের গেটে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। বেশ কয়েকশো তৃণমূলকর্মী সিজিওর গেট আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় বিধাননগর উত্তর থানার পুলিশ। নেতৃত্বে বিধায়ক সুজিত বসু।

গ্রেফতারির প্রতিবাদে বাগবাজার থেকে শ্যামবাজার  মিছিল করল তৃণমূল। পরে শ্যামবাজার মোড়ে বেশ কিছুক্ষণ বিক্ষোভও দেখান তৃণমলকর্মীরা।

ভবনীপুরের বিভিন্ন এলাকায় স্থানীয় কাউন্সিলর সন্দীপ বক্সির নেতৃত্বে মিছিল। পা মেলালন তৃণমূল সমর্থকরা। তাঁদের অভিযোগ, তৃণমূল সাংসদের মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে।

উত্তর কলকাতার তৃণমূল নেতা-কর্মীরা দুপুর ১২টা ২৫ মিনিট নাগাদ গিরিশ পার্ক থেকে বিরাট মিছিল বের করেছেন। মিছিল সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে এগোচ্ছে। প্রাক্তন বিধায়ক সঞ্জয় বক্সি থেকে শুরু করে তৃণমূলের উত্তর কলকাতার নেতারা মিছিলে পা মিলিয়েছেন।

বিধায়ক পরেশ পালের নেতৃত্বে কাঁকুড়গাছিতে মিছিল। পরে কাঁকুড়গাছি স্টেশন অবরোধ করেন তৃণমূল সমর্থকরা।