সল্টলেকে বিমান সেবিকাকে শ্লীলতাহানি, বাধা দেওয়ায় বাবা-মাকে মার, অভিযুক্ত বাড়িওয়ালা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 17 Oct 2017 04:01 PM (IST)
কলকাতা: সল্টলেকের সিবি ব্লকে বিমান সেবিকাকে শ্লীলতাহানির অভিযোগ। বাধা দেওয়ায় বাড়িওয়ালা মা-বাবাকে মারধর করে বলে দাবি নির্যাতিতার। সল্টলেকের একটি বাড়িতে পরিবারকে নিয়ে ভাড়া থাকেন নির্যাতিতা এই বিমানসেবিকা। ঘটনার সূত্রপাত ২৭ সেপ্টেম্বর। বিমানসেবিকার অভিযোগ, সপ্তমীর দিন বাড়ি ফেরার পর তাঁর শ্লীলতাহানি করেন বাড়িওয়ালা। বাধা দিলে তরুণীর মা-বাবাকেও মারধর করা হয় বলে অভিযোগ। থানায় গেলে পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করে বলে দাবি বিমানসেবিকার। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বিধাননগর মহকুমা আদালতের দ্বারস্থ তরুণী। যদিও বিষয়টি নিয়ে অভিযুক্ত বাড়িওয়ালার কোনও প্রতিক্রিয়া মেলেনি। মুখ খুলতে নারাজ পুলিশও।