কলকাতা: ফের কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার আনুমানিক ৬৪ লক্ষ টাকার সোনার বিস্কুট। সোনা পাচারের অভিযোগে ১ মহিলা যাত্রীকে গ্রেফতার করা হয়েছে। ওই মহিলার সঙ্গে সোনা পাচারচক্রের যোগ রয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে। জানা গেছে, শনিবার ব্যাঙ্কক থেকে বিমানে কলকাতায় আসেন একবালপুরের বাসিন্দা রেশমা চৌধুরি। তল্লাশির সময় ওই মহিলার পোশাক থেকে উদ্ধার হয় ২ কিলো ১০০ গ্রাম ওজনের সোনার বিস্কুট। যার বর্তমান বাজার মূল্য ৬৪ লাখ ৫ হাজার টাকা। সোনা পাচারের অভিযোগে ওই মহিলাকে গ্রেফতার করা হয়। তাঁর সঙ্গে আন্তর্জাতিক সোনা পাচার চক্রের যোগসূত্র খতিয়ে দেখছেন তদন্তকারীরা।