নয়াদিল্লি: বরাবরের মত এবারও গ্রাহকদের দুর্দান্ত পরিষেবা দিতে এয়ারটেল নিয়ে এল প্ল্যাটিনাম এক্সপিরিয়েন্স সার্ভিস। এতে গ্রাহকরা পাবেন লাল কার্পেট বিছোনো পরিষেবা, সঙ্গে একের পর এক সুবিধে। প্ল্যাটিনাম এক্সপিরিয়েন্সে গ্রাহকরা নিজেদের বাড়িতে বসেই অসাধারণ নেটওয়ার্ক কভারেজ পাবেন, সঙ্গে দ্রুতগতির ৪জি ইন্টারনেট ডেটা। প্ল্যাটিনাম এক্সপিরিয়েন্সের অঙ্গ হিসেবে গ্রাহকরা এক বছরের জন্য আমাজন প্রাইম মেম্বারশিপের ফ্রি সাবস্ক্রিপশন পাবেন। সঙ্গে হ্যান্ডসেট প্রোটেকশন কভার। এয়ারটেল বুকসের সঙ্গে রয়েছে আরও কিছু সুবিধে।


নীচের ইনফোগ্রাফিকের আইকনগুলিতে ক্লিক করুন আর জেনে নিন সব সুযোগসুবিধের ব্যাপারে।


মাত্র ৪৯৯ টাকা প্রতি মাসে এই প্ল্যাটিনাম এক্সপিরিয়েন্সের আনন্দ পেতে পারেন।