কলকাতা: বড়সড় দুর্ঘটনা এড়াল অমৃতসরগামী অকাল তখত্ এক্সপ্রেস। চলন্ত ট্রেন থেকে খুলে যায় ইঞ্জিন।

সকাল ৭টা ৪০ মিনিটে কলকাতা স্টেশন থেকে ছাড়ে কলকাতা-অমৃতসর অকাল তখত্ এক্সপ্রেস। এরপরই বিপত্তি। ইঞ্জিনের কাফলিং খুলে যাওয়ায় কামরা থেকে সেটি বিচ্ছিন্ন হয়ে যায়। সেইসময় ট্রেনের গতি কম থাকাতেই বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। মিনিট চল্লিশেক দাঁড়িয়ে থাকার পর ফের রওনা দেয় অকাল তখত্ এক্সপ্রেস।