চিকিত্সায় ‘গাফিলতি’তে মারধর, পাল্টা দেহ আটকে রাখার অভিযোগ জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে
ABP Ananda, web desk | 18 Mar 2017 03:41 PM (IST)
কলকাতা: চিকিত্সার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে জুনিয়র চিকিত্সকদের মারধরের অভিযোগ। এর জেরে দেহ ও মৃতের পরিবারের তিন সদস্যকে আটকে রাখেন জুনিয়র চিকিত্সকরা। প্রায় ৮ ঘণ্টা পরে পুলিশ ও স্বাস্থ্য ভবনের মধ্যস্থতায় দেহ তুলে দেওয়া হয় মৃতের পরিবারের হাতে। ছাড়া পান আত্মীয়রা। বেনিয়াপুকুর লেনের বাসিন্দা গৃহবধূ পাপড়ি মুখোপাধ্যায় শ্বাসকষ্টের সমস্যা নিয়ে শুক্রবার বিকেলে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। রাত ৩টে নাগাদ মৃত্যু হয় তাঁর। পরিবারের অভিযোগ, একটি অক্সিজেন মাস্ক পরিয়ে রোগীকে দীর্ঘক্ষণ ফেলে রাখা হয়। এনিয়ে জুনিয়র চিকিত্সকদের সঙ্গে মৃতের আত্মীয়দের বচসা শুরু হয়। চিকিত্সকদের মারধর করা হয় বলে অভিযোগ। এরপরই দেহ আটকে রাখেন জুনিয়র চিকিত্সকরা।