গৃহপ্রবেশে বাধা, ১০ লক্ষ টাকা দাবি, অভিযুক্ত বিধাননগরের তৃণমূল কাউন্সিলর ডাম্পি মন্ডল
ABP Ananda, web desk | 22 Jul 2016 03:49 AM (IST)
কলকাতা: তোলাবাজির ঘটনায় ফের অভিযোগ উঠল বিধাননগর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের একটি ক্লাবের বিরুদ্ধে। এর আগে এই ক্লাবের বিরুদ্ধে ৪ নম্বর ওয়ার্ডের একটি নির্মাণ সংস্থার কাছ থেকে ৫ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ ওঠে। গ্রেফতার হয় ক্লাবের সম্পাদক বাবু শীল-সহ ২ সদস্য। এই ক্লাবেরই সভাপতি বিধাননগর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ডাম্পি মণ্ডল। এবার তাঁর বিরুদ্ধেই অভিযোগ জানিয়েছেন নিউটাউনের এক বাসিন্দা। অভিযোগকারী অনুপকুমার শর্মার দাবি, ২০১১ সালে বিমানবন্দর এলাকার বাবলাতলায় তিনি একটি বাড়ি কেনেন। অভিযোগ, গৃহপ্রবেশ করতে গেলে দলবল নিয়ে বাধা দেন বিধাননগর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ডাম্পি মণ্ডল। ১০ লক্ষ টাকা দাবিও করেন তিনি। এই ঘটনায় তৃণমূল কাউন্সিলরের প্রতিক্রিয়া মেলেনি।