কলকাতা: বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্যকে গুরুত্ব দিলেন না নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। অধ্যাপক সেন বলেছেন, ‘উনি যা ঠিক মনে করেছেন, তাই বলেছেন।ওর বলার নিশ্চয়ই অধিকার আছে।আমার আপত্তির কোনও কারণ নেই’।
দিলীপ ঘোষের মন্তব্যের প্রেক্ষিতে প্রতিক্রিয়ায় এ কথা বললেন অমর্ত্য সেন।
উল্লেখ্য, গতকাল খড়গপুরের বিজেপি বিধায়ক দিলীপ ঘোষ অত্যন্ত কুরুচিকর ভাষায় আক্রমণ করেন অমর্ত্য সেনকে। অধ্যাপক সেনের দেশপ্রেম নিয়েও প্রশ্ন তোলেন বিজেপি নেতা। বলেন, আমাদের একজন নোবেল পেয়েছেন, বাঙালি। কী করেছেন, বাংলার কেউ বোঝে না। উনি নিজেও বোঝেন কিনা, সন্দেহ আছে। কী দিয়েছেন দেশকে? কী করেছেন উনি?
দিলীপ ঘোষ টেনে এনেছেন নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে অমর্ত্য সেনের সরে যাওয়ার প্রসঙ্গ।
২০১৫-র ফেব্রুয়ারিতে, নালন্দা বিশ্ববিদ্যালয়ের আচার্য পদ থেকে ইস্তফা দেন অমর্ত্য সেন। এরপর বিশ্ববিদ্যালয়ের পরিচালন সমিতি থেকেও সরিয়ে দেওয়া হয় তাঁকে। এই প্রসঙ্গ তুলেও নোবেলজয়ী অর্থনীতিবিদকে বেনজির আক্রমণ করে বিজেপি রাজ্য সভাপতি বলেন, ওনাকে নালন্দার উপাচার্য থেকে হটানো হয়েছে, খুব কষ্ট হচ্ছে!
বাঙালি যাঁকে নিয়ে গর্ব করে, সেই অমর্ত্য সেন সম্পর্কে তিনি আরও বলেছেন, যাদের কোনও মেরুদণ্ড নেই, চরিত্র নেই, এরকম লোকের জন্য আজ বাঙালির গর্ব হচ্ছে! এদের কেনা যায়, বিক্রি করা যায়! চমকানো যায়! পায়ে পড়ে যায়।
শিক্ষামহল থেকে শুরু করে রাজনীতি জগতে দিলীপের এই কদর্য মন্তব্যের বিরুদ্ধে তীব্র ধিক্কার শোনা গিয়েছে।
‘যা ঠিক মনে করেছেন বলেছেন’, দিলীপের মন্তব্যে আমলই দিলেন না অমর্ত্য সেন
ABP Ananda, web desk
Updated at:
12 Feb 2017 12:00 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -