কলকাতা: মদের হোম ডেলিভারি, পশ্চিমবঙ্গ সরকারের তরফে ছাড়পত্র দেওয়া হল ২টি সংস্থাকে। ভারতে জনপ্রিয় মার্কিন অনলাইন বিপণনী সংস্থা আমাজন এবং চিনের সংস্থা আলিবাবার অধীনস্ত বিগবাস্কেট-কে মদের হোম ডেলিভারি করার অনুমতি দিয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ব্রেবারেজ কর্পোরেশন।
আন্তর্জাতিক এক সংবাদসংস্থায় প্রকাশিত খবর অনুযায়ী আমাজনই প্রথম বিদেশী সংস্থা যারা ভারতের পূর্বাঞ্চলে মদের হোম ডেলিভারির ছাড়পত্র পেল। মূলত পশ্চিমবঙ্গকে মাথায় রেখেই সরকারের কাছে এই আবেদন জানিয়েছিল আমাজন। এবার সেই আবেদনে সিলমোহর বসাল সরকার পরিচালিত ব্রেভারেজ কর্পোরেশন। একই সঙ্গে অনুমতি দেওয়া হয়েছে বিগবাস্কেটকেও। জানা যাচ্ছে সরকারিভাবে ইতিমধ্যেই আমাজনের কাছে সমঝোতা স্মারকপত্র পাঠানো হয়েছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও রকম বিবৃতি দেয়নি এই অনলাইন বিপণনী সংস্থা। তবে মউ স্মাক্ষরের বিষয়টি অস্বীকারও করেনি তারা।
আরও পড়ুন: একদিনে ৫২ হাজার টাকার মদ কিনেছেন! বিলের ছবি শেয়ার করে ফাঁপরে ক্রেতা-বিক্রেতা
পশ্চিমবঙ্গ ভারতের চতুর্থ বৃহৎ রাজ্য। বাংলাদেশ লাগোয়া এই রাজ্যে ৯ কোটি মানুষের বসবাস। ইন্টারন্যাশনাল ওয়াইনস অ্যান্ড স্পিরিটস রেকর্ড (আইডব্লুএসআর) কর্তৃক বাজার সমীক্ষায় জানা গিয়েছে পশ্চিমবঙ্গে মদের চাহিদা ব্যাপক। এখানে প্রায় ২৭.২ বিলিয়ন মার্কিন ডলারের বাজার রয়েছে বলে জানিয়েছে আইডব্লুএসআর। এই বিরাট বাজার ধরতেই মাঠে নেমেছে আমাজন। জানা যাচ্ছে, ভারতে সাড়ে ৬ বিলিয়ন বিনিয়োগ করতে চলেছে তারা। সেক্ষেত্রে মদের হোম ডেলিভারি যে তাদের কাছে একটি লাভজনক পথ হতে চলেছে, তা বলাই বাহুল্য।
প্রসঙ্গত, লকডাউনের সময় থেকেই মদ বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছিল ভারত সরকার। তবে পরে লকডাউন শিথিল হতেই মে মাস থেকে ফের শুরু হয় মদের বিকিকিনি। কাউন্টারে কাউন্টারে মদ বিক্রির সঙ্গেই চালু হয় হোম ডেলিভারি। রাজ্যের অনেক শহরেই বিগত দিনগুলোতে মদের হোম ডেলিভারি করেছে সুইগি, জোমাটোর মতো সংস্থা। উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে রাজ্যের সরকার মদের ওপর ৩০ শতাংশ অতিরিক্ত কর বসিয়েছে। মদের হোম ডেলিভারির ক্ষেত্রে বৈধ বয়সের বিষয়টিকেও গুরুত্ব সহকারে দেখা হয়েছে।