কলকাতা: পুরসভা নয়। অমিত শাহর নজরে ২০২১-এর বিধানসভা নির্বাচন। দুই তৃতীয়াংশ ভোটে জিতবে বিজেপিই, শহিদ মিনারের সভা থেকে হুঙ্কার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। যদিও তাতে গুরুত্ব দিতে নারাজ বিরোধীরা।


সামনেই রাজ্যের শতাধিক পুরসভার ভোট। অমিত শাহর রবিবারের সভাকে, কার্যত পুরভোটের প্রচার-পর্বের শুরু হিসেবেই দেখছিল বিজেপি। কিন্তু, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এদিন বারবারই বুঝিয়ে দিলেন, “এই যাত্রা এখানে থামবে না। বিধানসভায় দুই তৃতীয়াংশ আসনে জিতে যাত্রা শেষ হবে।”


পুরসভা নয়, তাঁর পাখির চোখ ২০২১-এর বিধানসভা। প্রায় চল্লিশ মিনিটের বক্তৃতায় তাঁর মুখে একবারও শোনা গেল না পুরভোটের কথা। বরং বারবারই উঠে এল বিধানসভার প্রসঙ্গ। তিনি বলেন, “মমতা বলতেন, জমানত জব্দ হবে। বিধানসভাতেও সংখ্যাগরিষ্ঠ হবে বিজেপি। আপনারা দু’দশক কমিউনিস্টকে সুযোগ দিয়েছেন। মমতাকে ১০ বছর দিয়েছেন। উন্নতি হয়েছে? পাঁচ বছর মোদি সরকারকে সুযোগ দিন। সোনার বাংলা করে দেখাব।”


রবিবার শহিদ মিনার ময়দানের মঞ্চ থেকে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেন অমিত শাহ। কেন্দ্রীয় মন্ত্রী বলেনস “কণ্ঠরোধ, অত্যাচার, রাজকুমারকে উত্তরসূরি করার বিচারধারা চলবে না। কোনও শাহজাদা বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হবে না।”


অভিষেক বন্দ্যোপাধ্যায় পাল্টা আক্রমণ শানিয়ে ট্যুইট করেন, “মিস্টার শাহ, বিজেপি যে ধর্মান্ধতা এবং ঘৃণা ছড়াতে চাইছে, সেসব ছাড়াই বাংলা ভাল আছে।”





পর্যবেক্ষকদের একাংশের মতে, আগামী বছরের বিধানসভা ভোট ফাইনাল হলে, পুরভোট সেমিফাইনাল। অমিত শাহর সভা ঘিরে পুরভোটের আগে থেকেই বিধানসভা নিয়ে পারদ চড়তে শুরু করল।