কলকাতা: আমরি হাসপাতালে আড়াই বছরের ঐত্রি দের মৃত্যুর ঘটনায় পূর্ব যাদবপুর থানায় এফআইআর দায়ের হল। এফআইআরে নাম রয়েছে হাসপাতালের ইউনিট হেড জয়ন্তী চট্টোপাধ্যায়, চিকিৎসক জয়তী সেনগুপ্ত ও আমরি কর্তৃপক্ষের। অভিযুক্তদের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতি, গাফিলতিতে শিশু মৃত্যু, মৃতের আত্মীয়দের হুমকি, শাসানো এবং মারপিট সহ একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে।
সূত্রের খবর, ইতিমধ্যেই নোটিস পাঠিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে সিসিটিভি ফুটেজ চেয়েছে পুলিশ। ঐত্রির ভর্তি থেকে শুরু করে চিকিৎসা সংক্রান্ত যাবতীয় নথিপত্র চেয়েছেন তদন্তকারীরা।
অন্যদিকে, গতকাল ময়নাতদন্তের সময় ঐত্রির শরীরের যে অংশে ইঞ্জেকশান দেওয়া হয়েছিল সেখানকার ত্বকের নমুনা সংগ্রহ করা হয়েছে। এই নমুনা হিস্টো প্যাথলজিক্যাল টেস্টের জন্য ল্যাবে পাঠিয়েছেন তদন্তকারীরা। আজ ইউনিট হেড জয়ন্তী চট্টোপাধ্যায়কে থানায় ডেকে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা রয়েছে।
ছোট্ট ঐত্রির মৃত্যুর ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছেন তার মা বাবা। আজ বেলা ১০টা নাগাদ কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ি যান তাঁরা। মুখ্যমন্ত্রীর কাছে দোষীদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন।
আমরি: পূর্ব যাদবপুর থানায় এফআইআর জয়তী চট্টোপাধ্যায়, সংশ্লিষ্ট চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Jan 2018 11:53 AM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -