হাত দেখার অছিলায় বাড়িতে ডেকে ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার জ্যোতিষী
ABP Ananda, web desk
Updated at:
03 Sep 2016 06:45 AM (IST)
কলকাতা: হাত দেখার অছিলায় বাড়িতে নিয়ে গিয়ে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ। নিউটাউনে পাকড়াও ভরতচন্দ্র মণ্ডল নামে এক জ্যোতিষী। পুলিশ সূত্রে খবর, গতকাল সন্ধেয় নিউটাউনের প্রমোদগড়ে ভরতের বাড়িতে হাত দেখাতে আসে নবম শ্রেণির এক ছাত্রী। অভিযোগ, তরুণীকে ভুল বুঝিয়ে বাড়ির ভেতরে নিয়ে গিয়ে ধর্ষণ করে ভরত। তরুণীর চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা। অভিযুক্ত ভরতকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। আজ ধৃতকে বারাসত আদালতে তোলা হবে।
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -