কলকাতা: থেমে গেল ডেঙ্গি আক্রান্ত জেসমিতা হালদারের লড়াই। গতকাল রাতে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। পরিবার সূত্রে খবর, ২২ অক্টোবর থেকে জ্বরে ভুগছিলেন তিনি। ২৪ অক্টোবর হাজরার এক হাসপাতালে জেসমিতাকে ভর্তি করা হয়। সেখানেই জানা যায়, ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ২৬ বছরের ওই অন্তঃসত্ত্বা। এরপর অবস্থার অবনতি হলে তাঁকে বাইপাসের ধারে একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ৩১ অক্টোবর মৃত সন্তান প্রসব করেন জেসমিতা। তারপর থেকেই কোমায় চলে যান ওই তরুণী। অবশেষে গতকাল তাঁর মৃত্যু হল।