কলকাতা: ডেঙ্গির দাপটের মধ্যেই হাজির স্ক্রাব টাইফাস। ডেঙ্গির সঙ্গে উপসর্গে মিল। হঠাৎ জ্বর। এরপর একলাফে চড়ছে শরীরের তাপমাত্রা। গায়ে র্যাশ, শরীরে অসহ্য যন্ত্রণা। জলাশয় কিংবা নোংরা জায়গায় থাকা পোকার আক্রমণেই ছড়াচ্ছে স্ক্রাব টাইফাস। ডেঙ্গির সঙ্গে স্ক্রাব টাইফাসের উপসর্গের মিল ধন্দ বাড়াচ্ছে চিকিত্সকদেরও।
কীভাবে ছড়াচ্ছে এই স্ক্রাব টাইফাস? বিশেষজ্ঞরা বলছেন, মূলত, স্যাঁতসেঁতে পরিবেশ, জলা-জঙ্গল, বুনো ঝোপঝাড়, আবর্জনাতে ঘুরে বেড়াচ্ছে স্ক্রাব টাইফাস-বাহক পোকা। পশুর মাধ্যমেই তা ছড়াচ্ছে লোকালয়ে। চুপিসাড়ে হানা দিচ্ছে মানবদেহে।
ডেঙ্গির দাপটের মধ্যেই শহরে হাজির স্ক্রাব টাইফাস, উপসর্গ এক, বিভ্রান্ত চিকিত্সকরা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Aug 2016 03:30 AM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -