কলকাতা:  এবার কলকাতায় এসকর্ট সার্ভিসের মাধ্যমে মাদক পাচারের চক্র ফাঁস। আলিপুর এলাকা থেকে ন্যারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর হাতে এলএসডি-সহ হাতেনাতে গ্রেফতার দুই মহিলা-সহ ৪। ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া এলএসডি-র বাজারমূল্য লক্ষাধিক টাকা।

 

গোপন সূত্রে খবর পেয়ে গতকাল অভিযান চালায় ন্যারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। গ্রেফতার করা হয় চারজনকে। এনসিবি সূত্রে খবর, ধৃত দুই মহিলা এসকর্ট সার্ভিসের সঙ্গে যুক্ত। বিভিন্ন পার্টিতে এসকর্ট সার্ভিসের মাধ্যমে এরা মাদক পাচার করত বলে দাবি এনসিবি-র।

উদ্ধার হওয়া মাদক কার কাছে পৌঁছে দেওয়া হচ্ছিল জানতে শুরু হয়েছে তদন্ত।