নিপা আতঙ্ক: সফিকুল, আশিকের পর রাজেশ মণ্ডল, কেরলে অজানা জ্বরে আক্রান্ত হয়ে বেলেঘাটা আইডিতে ভর্তি আরও এক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 29 May 2018 09:28 AM (IST)
কলকাতা: সফিকুল, আশিকের পর এবার রাজেশ মণ্ডল। অজানা জ্বর নিয়ে বেলেঘাটা আইডিতে এল মুর্শিদাবাদের আরও এক যুবক। বছর ২০-র রাজেশের পরিবারের দাবি, গত ৫ দিন ধরে জ্বরে ভুগছেন ওই যুবক। ডোমকলের বাসিন্দা রাজেশ কেরলে রাজমিস্ত্রির সহকারির কাজ করতেন। জ্বর না কমায় তাঁকে প্রথমে ডোমকল হাসপাতাল, সেখান থেকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে রেফার করা হয়। সেখান থেকে পাঠানো হয় বেলেঘাটা আইডিতে। বর্তমানে বেলেঘাটা আইডির ইমারজেন্সিতে নিয়ে আসা হয়েছে ওই যুবককে। হাসপাতালে ভর্তি করা হয়েছে যুবককে।