কলকাতা: লালবাজারে সামনে ত্রিফলা বাতিস্তম্ভে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনায় সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে কলকাতা পুরসভা। মেয়র শোভন চট্টোপাধ্যায় জানিয়েছেন, এবার থেকে ত্রিফলা বাতিস্তম্ভে জয়েন্ট বক্স আর খোলা থাকবে না। সংযোগের ক্ষেত্রে এবার থেকে নিরাপদ উচ্চতায় বাতিস্তম্ভের উপর দিয়ে বিদ্যুতের তার নিয়ে যাওয়া হবে।
সোমবার লালবাজারে অভিযোগ জানাতে আসেন হাওড়ার বাসিন্দা বছর পঞ্চাশের চন্দন অগ্রবাল। বাইরে বেরিয়ে বন্ধুর সঙ্গে কথা বলার সময় ত্রিফলা বাতিস্তম্ভে হাত দিলে বিদ্যুত্স্পৃষ্ট হন তিনি। কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। দুর্ঘটনার পরেই লালবাজার চত্বরের সমস্ত বাতিস্তম্ভ বন্ধ করে দেওয়া হয়। যে বাতিস্তম্ভ থেকে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা, তার জয়েন্ট বক্সের ঢাকনা খোলা ছিল। সেটিকে মুড়ে দেয় সিইএসসি। এর আগে ৮ অগাস্ট ভবানীপুরের রমেশ মিত্র রোডে ত্রিফলা বাতিস্তম্ভ থেকে বেরিয়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারায় যশ বেঙ্গানি নামে এক কিশোর।
ত্রিফলা বাতিস্তম্ভে বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তি, সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুরসভার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 Sep 2016 08:50 AM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -