ফের পুলকার দুর্ঘটনা, জখম এক
Web Desk, ABP Ananda | 11 Jul 2016 09:52 AM (IST)
কলকাতা: শহরে ফের পুলকার দুর্ঘটনা। সল্টলেকের সিএ ব্লকে দুটি পুলকারের মুখোমুখি সংঘর্ষ। জখম এক পুলকারচালক। অন্য চালক পলাতক। আজ সকাল ৮টা নাগাদ হরিয়ানা বিদ্যামন্দির স্কুলের দুটি পুলকারের মুখোমুখি সংঘর্ষ হয়। একটি পুলকার খালি থাকলেও, অপরটিতে ছিল তৃতীয় শ্রেণির পাঁচজন পড়ুয়া। তারা কোনওমতে রক্ষা পায়। সম্প্রতি কলকাতায় বেশ কয়েকটি স্কুলবাস ও পুলকার দুর্ঘটনার কবলে পড়েছে। ফের একই ঘটনা ঘটায় প্রশ্নের মুখে স্কুলপড়ুয়াদের নিরাপত্তা।