কলকাতা: দু’দিন আগেই কড়েয়ায় যুব তৃণমূল নেতার বাড়িতে হামলার অভিযোগ উঠেছিল স্থানীয় দুষ্কৃতীর বিরুদ্ধে। তার রেশ কাটতে না কাটতেই এবার গড়িয়াহাটের কাঁকুলিয়া রোড এলাকায় দুষ্কৃতীদের দাপাদাপি! এলাকায় ঢুকে তৃণমূল কর্মীকে বেধড়ক মার। বাধা দিতে গিয়ে গুরুতর আহত কিশোর। উঠল গুলি চালানোর অভিযোগও। কাঁকুলিয়া রোড এলাকার বাসিন্দাদের দাবি, রবিবার রাতে বাইক-বাহিনী নিয়ে এলাকায় ঢোকে বন্ডেল গেট এলাকার দুষ্কৃতী বাবু তিওয়ারি। রতন সাউ নামে এক তৃণমূল কর্মীকে তারা মারধর করে। আক্রান্ত হয় এক কিশোরও। মহিলাদেরও রেয়াত করা হয়নি বলে অভিযোগ। প্রত্যক্ষদর্শীদের দাবি, পালানোর সময় দুষ্কৃতীরা শূন্য কয়েক রাউন্ড গুলি চালায়। সোমবার সকালেও থমথমে গোটা এলাকা। পুলিশ থাকলেও স্থানীয় বাসিন্দাদের চোখে-মুখে আতঙ্ক ছাপ। অশান্তি হয়েছে মানলেও, পুলিশ অবশ্য গুলি চালানোর দাবি মানতে চায়নি। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, রতন সাউ ও বাবু তিওয়ারি আগে একসঙ্গেই কাজ করত। রাজনৈতিক কর্মসূচিতেও তাদের দেখা যেত। সম্প্রতি, এলাকার রাশ হাতে রাখতে রতন ও বাবুর মধ্যে বিবাদ চরমে ওঠে। পুলিশ সূত্রে খবর, দু’পক্ষই হামলা, পাল্টা হামলার অভিযোগ জানিয়েছে। অশান্তির ঘটনায় জড়িতদের খোঁজ চলছে।