ইমতিয়াজ আলির সঙ্গে শাহরুখ-অনুষ্কা জুটির এটাই প্রথম কাজ। এর আগে "রব নে বানা দি জোড়ি" এবং "জব তক হ্যায় জান"-এ একসঙ্গে দেখা গিয়েছে এই জুটিকে। জানেন, শাহরুখ-অনুষ্কার পরবর্তী ছবির নাম কী?
Web Desk, ABP Ananda | 10 Sep 2016 04:54 PM (IST)
মুম্বই: কী হতে চলেছে শাহরুখ-অনুষ্কা অভিনীত পরবর্তী ছবির নাম? অনেকদিন ধরেই প্রতীক্ষায় ছিলেন অনুরাগীরা। অপেক্ষার অবসান ঘটালেন অভিনেত্রী স্বয়ং। অনুষ্কা শর্মা জানিয়েছেন, ইমতিয়াজ আলি পরিচালিত তাঁদের আসন্ন ছবির টাইটেল "দ্য রিং"। প্রসঙ্গত, এই মুহূর্তে এই প্রজেক্টের শ্যুটিংয়ের জন্য আমস্টারডামে রয়েছেন অনুষ্কা। ইনস্টাগ্রামে ছবির নামটি শেয়ার করেছেন তিনি।