মহিলা যাত্রীর টাকা ভর্তি ব্যাগ নিয়ে চম্পট, শহরে গ্রেফতার অ্যাপ ক্যাব চালক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 Dec 2020 09:21 AM (IST)
মহিলা যাত্রীর টাকা ভর্তি ব্যাগ নিয়ে চম্পট দেওয়ার অভিযোগ। গ্রেফতার অ্যাপ ক্যাব চালক। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে রিজেন্ট পার্ক থানা এলাকায়। চাঁদনি চক থেকে অ্যাপ ক্যাবে ওঠেন মহিলা যাত্রী।
কলকাতা: মহিলা যাত্রীর টাকা ভর্তি ব্যাগ নিয়ে চম্পট দেওয়ার অভিযোগ। গ্রেফতার অ্যাপ ক্যাব চালক। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে রিজেন্ট পার্ক থানা এলাকায়। চাঁদনি চক থেকে অ্যাপ ক্যাবে ওঠেন মহিলা যাত্রী। তাঁর দাবি, রাসবিহারী মোড়ের কাছে নেমে এটিএম থেকে ১০ হাজার টাকা তোলেন। অভিযোগ, গন্তব্যে পৌঁছে পিছন থেকে মালপত্র নামানোর ফাঁকে টাকা ভর্তি ব্যাগ নিয়ে চম্পট দেন ক্যাব চালক। পরে পুলিশের তত্পরতায় এম আর বাঙুর হাসপাতালের কাছ থেকে গ্রেফতার হয় অভিযুক্ত। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে খোয়া যাওয়া ব্যাগ।
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -