কলকাতা: অসহিষ্ণুতা নয়, বিতর্ক ও আলোচনার রাস্তায় হাঁটার কথা বললেন প্রণব মুখোপাধ্যায়।


অসহিষ্ণুতা বিতর্কের রেশ এখনও কাটেনি দেশে। শনিবার আইআইএম কলকাতার সমাবর্তন অনুষ্ঠানে এই ইস্যুতে রাষ্ট্রপতির কথায় উঠে আসে জওহরলাল নেহরুর প্রসঙ্গ, অমর্ত্য সেনের নামও। প্রয়াত প্রথম প্রধানমন্ত্রীকে আধুনিক ভারতের স্থপতি হিসাবে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, দেশে সংঘাত, বৈরিতা নয়, মুক্তমনে আলোচনা, বিতর্কের পরিবেশ গড়ে তুলতে সাহায্য করেছিলেন উনি। বলেন, একজন ভারতীয় তার্কিক হতে পারেন, কিন্তু কখনওই অসহিষ্ণু হতে পারেন না। অমর্ত্য সেনও এটাই বলেছেন।

প্রণববাবুর অভিমত, ভারতবর্ষ সহনশীলতার দেশ, বুদ্ধ, শ্রীচৈতন্যের দেশ, কোনওদিনই অসহিষ্ণুতার দেশ নয়। আমার এই মন্তব্যে কেউ আঘাত পেলে সেজন্য আমি দুঃখিত, একইসঙ্গে এও বলেন তিনি।
এ প্রসঙ্গে ম্যানেজমেন্ট শিক্ষাকে বিশ্বমানের পর্যায়ে উন্নীত হতে গেলে পরস্পরবিরোধী, বহুমাত্রিক মত, দৃষ্টিভঙ্গি গ্রহণ করে এগনোর কথা বলেন রাষ্ট্রপতি।
এও বলেন, বিশ্ববিদ্যালয়গুলিতে শত শত ভাবনার ফুল ফুটুক, সেখানে বিতর্ক চলুক, সংঘাত-বিবাদ নয়। সমালোচনাকে যুক্তি বলে গ্রহণ করুন, অসহিষ্ণুতা হিসাবে দেখবেন না।