কলকাতা ও মালদা: ভোটের মুখে ফের কলকাতায় অস্ত্র উদ্ধার। এক মহিলা সহ ৩ জনকে গ্রেফতার করেছে লালবাজারের গুন্ডাদমন শাখার পুলিশ। উদ্ধার হয়েছে ৬টি নাইন এম এম অত্যাধুনিক পিস্তল ও ১২টি ম্যাগাজিন। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল সন্ধেয় বাবুঘাটের কাছে অভিযান চালায় পুলিশ। ইডেন গার্ডেন্স রেলওয়ে টিকিট কাউন্টারের সামনে থেকে গ্রেফতার করা হয় এক মহিলা সহ ২ জনকে। পরে তাদের জেরা করে বারুইপুর আরও এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি, ধৃতরা জেরায় জানিয়েছে, বিহারের ভাগলপুর থেকে বাসে করে আগ্নেয়াস্ত্রগুলি আনা হয়েছিল। নিয়ে যাওয়া হচ্ছিল বারুইপুরে এক অস্ত্র বিক্রেতার কাছে। বিহার থেকে কী কারণে অস্ত্র আনা হয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।


ভোটের মুখে ফের পোস্তা থেকে উদ্ধার নগদ ৫০ লক্ষ টাকা। একজনকে গ্রেফতার করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল সন্ধেয় অভিযান চালায় পোস্তা থানার পুলিশ। মহম্মদ নাজিম নামে এক যুবকের কাছ থেকে উদ্ধার হয় নগদ ৫০ লক্ষ টাকা। এর মধ্যে নতুন ৫০০ টাকা ও ২ হাজার নোট রয়েছে। মাত্র তিনদিন আগে পোস্তা থানা এলাকা থেকেই নগদ ৫০ লক্ষ টাকা সমেত এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। সূত্রের খবর, জানুয়ারি মাসে শুধুমাত্র কলকাতা থেকেই উদ্ধার হয়েছে নগদ ২ কোটি টাকা। ভোটের মুখে পরপর টাকা উদ্ধারের ঘটনায় উদ্বিগ্ন পুলিশ-প্রশাসন।

কালিয়াচকের পর হরিশ্চন্দ্রপুর। সাতদিনের ব্যবধানে ফের মালদায় উদ্ধার হল আগ্নেয়াস্ত্র-কার্তুজ। দুই অস্ত্র কারবারিকে গ্রেফতার করেছে ভালুকা ফাঁড়ির পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে হরিশ্চন্দ্রপুরের গোবরাঘাট এলাকায় চলে অভিযান। সন্দেহভাজন ২ যুবকের কাছ থেকে উদ্ধার হয় দু’টি রাইফেল, দুটি পাইপগান ও ৫ রাউন্ড গুলি। ধৃতরা মানিকচকের ধরমপুর এলাকার বাসিন্দা। বাংলা-বিহার সীমানার গোবরাঘাট এলাকা থেকে আগ্নেয়াস্ত্র-গুলি উদ্ধার হওয়ায় পুলিশের অনুমান, বিহার থেকে আনা হয়েছিল আগ্নেয়াস্ত্র। কোথায়, কাদের কাছে তা পাচার করা হচ্ছিল খতিয়ে দেখছে পুলিশ। এর আগে, ২৩ জানুয়ারি, কালিয়াচকে অস্ত্র কারখানার হদিশ মেলে।