বিধানসভায় বিজেপির প্রশংসায় পার্থ, বোঝাপড়ার ইঙ্গিত, আক্রমণ বামেদের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Feb 2017 06:36 PM (IST)
কলকাতা: বিধানসভায় বাম ও কংগ্রেসকে বিঁধে বিজেপির প্রশংসা পার্থ চট্টোপাধ্যায়ের। তৃণমূল-বিজেপি বোঝাপড়া দেখছে বামেরা। এবার বাজেট অধিবেশনের শুরু থেকেই উত্তপ্ত বিধানসভা। আব্দুল মান্নানকে হেনস্থা এবং বিধানসভায় ভাঙচুরের অভিযোগে ইতিমধ্যেই উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি। এই প্রেক্ষাপটে অধিবেশনের শেষ দিনে ধন্যবাদসূচক বক্তৃতায় বিজেপি ও গোর্খা জনমুক্তি মোর্চাকে দরাজ সার্টিফিকেট দিলেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বিঁধলেন বাম ও কংগ্রেসকে। তিনি বলেন, বিরোধীরা যে অসংসদীয় আচরণ করেছে, তাতে আমরা স্তম্ভিত। তবে শুভবুদ্ধির উদয় হয়েছিল বলে, গোর্খা জনমুক্তি মোর্চা ও বিজেপি সদস্যরা উপস্থিত ছিলেন। তাঁদের ধন্যবাদ জানাই। এরপর বিজেপি বিধায়ক দিলীপ ঘোষ বলেন, প্রধান বিরোধী দলের ভূমিকা আমরাই পালন করছি। এজন্য আমি গর্বিত। বিধানসভাকে সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে বিরোধীদেরও দায়িত্ব রয়েছে। বিজেপি বিধায়কের মন্তব্যকে উদ্ধৃত করে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন,...দিলীপ ঘোষ যা বললেন, তাঁকে ধন্যবাদ জানাই। বিধানসভাকে সুষ্ঠভাবে চালানোর জন্য বিরোধীদের আরও দায়িত্বশীল আচরণ করতে হবে। আশা করি, আগামী দিনে বিরোধী শিবিরের সবাই এটা মাথায় রাখবেন। পার্থ চট্টোপাধ্যায় ও দিলীপ ঘোষের এই মন্তব্যকে তৃণমূল-বিজেপির বোঝাপড়া হিসাবে দেখছে বামেরা। এনিয়ে বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীর বক্তব্য...এ আর নতুন কী। আরএসএস মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্গা বলেছিল। আরএসএসকেও সবচেয়ে বড় দেশপ্রেমিক আখ্যা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ট্র্যাডিশন সমানে চলছে। ওরা পরস্পরের প্রতি আস্থা ও বিশ্বাসের জায়গায় রয়েছে। সবমিলিয়ে বাজেট অধিবেশনের শেষদিনেও শাসক-বিরোধী চাপানউতোরের সাক্ষী রইল বিধানসভা।