কলকাতা:  করোনা আক্রান্ত কলকাতার প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষ। আজ ফেসবুক পোস্টে তিনি নিজেই জানান এই খবরটি। কোভিড আক্রান্ত হয়েছেন অতীন ঘোষের স্ত্রীও। হালকা উপসর্গ থাকায় আপাতত বাড়িতেই রয়েছেন তিনি।




বর্তমানে কলকাতা পুরসভার প্রশাসক বোর্ডের অন্যতম সদস্য অতীন ঘোষ। তাঁর হাতেই রয়েছে কলকাতা পৌর নিগমের স্বাস্থ্য বিভাগ। উত্তর কলকাতার ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আপাতত বাড়িতেই আইসোলেশনে রয়েছেন।সুস্থ আছেন তিনি ও তাঁর স্ত্রী, জানিয়েছেন অতীন ঘোষ। তিনি আরও জানান, চিকিৎসকদের সঙ্গে পরামর্শও হয়েছে।

সূত্রের খবর, অতীন ঘোষের রিপোর্ট আসার পরে বৃহস্পতিবার কলকাতা পুরভবন স্যানিটাইজ করা হতে পারে।

রাজ্যে প্রথম মন্ত্রী হিসেবে করোনা আক্রান্ত হয়েছিলেন সুজিত বসু। প্রথমে বাড়িতে থাকলেও পরে তাঁর উপসর্গ দেখা দেওয়ায় হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। আপাতত হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বিধাননগরের বিধায়ক।