এটিএম জালিয়াতি কাণ্ডে ২ রোমানীয় গ্রেফতার, আনা হচ্ছে কলকাতায়
ABP Ananda, Web Desk | 04 Aug 2018 08:05 AM (IST)
কলকাতা: এটিএমে স্কিমার-প্রতারণাকাণ্ডে দক্ষিণ দিল্লি থেকে ২ রোমানীয় যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের কাছে উদ্ধার হয়েছে প্রচুর ক্লোন করা এটিএম কার্ড। দক্ষিণ দিল্লিতে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি এটিএমের সামনে থেকেই দুমিত্রু কালিন ও ওপ্রেয়া ওভিদিউ সাইমন নামে ২ যুবককে পাকড়াও করেন কলকাতা পুলিশের গোয়েন্দারা। সূত্রের খবর, এই দু’জন চলতি বছরের মার্চে কলকাতায় এসেছিল। উঠেছিল কসবার হোটেলে। মে মাস পর্যন্ত তারা ছিল এই শহরেই। এই চক্রের শিকড় আরও গভীরে বিস্তৃত বলেই মনে করছে পুলিশ। ট্রানজিট রিমান্ডে দুই রোমানীয়কে আনা হবে কলকাতায়।