সুলেখা মোড়ে প্রায় ৫০ মিটার দূরত্বে মুখোমুখি হয়ে পড়ে পড়ুয়া ও বিজেপির মিছিল। পুলিশ দুই পক্ষকে আটকে রাখে। এরইমধ্যে দুই পক্ষের স্লোগানে-স্লোগানে উত্তেজনা তৈরি হয়। এর মধ্যে ছোটখাটো একটি ধস্তাধস্তির ঘটনাও পুলিশের হস্তক্ষেপে দ্রুত নিয়ন্ত্রণে আসে। এরইমধ্যে বিজেপিকে মিছিল শেষ করে ফিরে যাওয়ার জন্য পুলিশ পাঁচ মিনিট সময় দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। কিন্তু বিজেপি কর্মী-সমর্থকরা সে কথা মানতে নারাজ হন।
যাদবপুরের পড়ুয়া ও বিজেপির কর্মী-সমর্থকদের মধ্যে তীব্র উত্তেজনা তৈরি হয়। পুলিশ দুইপক্ষকে লাঠিচার্জ করে। বিজেপি কর্মীরা হঠে যান।
কিন্তু পড়ুয়ারা হঠতে রাজি হননি। এরপর পড়ুয়াদের ওপর লাঠিচার্জের পর পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়ে ওঠে। পড়ুয়ারা জায়গা থেকে সরতে রাজি হননি।পুলিশের বিরুদ্ধে বিনা প্ররোচণায় মারধরের অভিযোগ তুলেছেন পড়ুয়ারা। তাঁরা পুলিশের ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন।