কলকাতা: লেকটাউনের জাল চিকিত্সককাণ্ডে নয়া মোড়। সূত্রের খবর, জেরার সময় নিজেকে হোমিওপ্যাথ চিকিত্সক বলে সিআইডির কাছে দাবি করেন অরোদীপ চট্টোপাধ্যায়। এই দাবির স্বপক্ষে কোনও তথ্যপ্রমাণ মেলেনি বলে জানিয়েছেন তদন্তকারীরা।
সূত্রের খবর, উত্তর কলকাতার একটি হোমিওপ্যাথি কলেজে পড়তেন অরোদীপ। কিন্তু মাঝপথেই তিনি কলেজ ছাড়েন। কী কারণে অরোদীপ কলেজ ড্রপ আউট হলেন, তা কলেজ কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছে সিআইডি।
লেকটাউন জাল ডাক্তারকাণ্ড: হোমিওপ্যাথির ডিগ্রিও নেই অরোদীপের, কেন মাঝপথে কলেজ-ছুট, তদন্ত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Jul 2017 12:51 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -