কলকাতা: শনিবার বিকেল থেকে সিঁথির মোড়-কামারহাটির রুটে বন্ধ অটো। আন্দোলনে পাঁচশোরও বেশি অটোচালক। ফলে ভোগান্তি সাধারণ মানুষের।
কলকাতার গণপরিবহণ-ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম অটো। অথচ সেই ক্ষেত্রেই ‘আন্দোলনের নামে খামখেয়ালিপনা!’ একবার নয়, বারবার! এবার তালিকায় জুড়ল সিঁথির মোড়-কামারহাটি রুটের নাম। পারমিটবিহীন অটো বন্ধের জন্য সম্প্রতি কলকাতা হাইকোর্টে মামলা করে একটি বাস মালিক সংগঠন। আদালতের নির্দেশের প্রেক্ষিতে ধরপাকড় শুরু করে বরানগর ও বেলঘরিয়া থানার পুলিশ।
সূত্রের খবর, গত ১৫ দিনে ৪০টি অটো বাজেয়াপ্ত করা হয়েছে। যদিও অটো চালকদের একাংশের দাবি, এই সংখ্যাটা একশোরও বেশি। এর প্রতিবাদে শনিবার বিকেল থেকে সিঁথির মোড়-কামারহাটি রুটে অটো চালানো বন্ধ করে দেন চালকদের একাংশ। অটো বন্ধ থাকায়, চরম হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। জরুরি কাজে বেরিয়ে অনেককেই নাজেহাল হতে হচ্ছে।
অটো চালকদের গা-জোয়ারির এখানেই শেষ নয়! সিঁথির মোড়-কামারহাটি রুটে যে সব অটোর পারমিট রয়েছে, তাঁরা রবিবার রাস্তায় গাড়ি নামিয়েছিলেন। কিন্তু তাঁদেরও বাধার মুখে পড়তে হয়। যাত্রীদের জোর করে অটো থেকে নামিয়ে দেয় আন্দোলনকারীরা। এ নিয়ে দু’পক্ষের বচসাও হয়।
পুলিশি ধরপাকড়ের প্রতিবাদে আন্দোলন, আর তার জেরেই চরমে যাত্রী ভোগান্তি। যদিও আন্দোলনকারীদেরই পাশে দাঁড়িয়েছে তৃণমূলের শ্রমিক সংগঠন। আন্দোলনকারী অটো চালকদের একাংশের বক্তব্য, তাঁরা তো পারমিটের জন্য আবেদন জানিয়েছেন। তাহলে কেন ধরপাকড় চালানো হচ্ছে? পুলিশ সূত্রে অবশ্য দাবি, তারা শুধু আদালতের নির্দেশ পালন করছে মাত্র।
সিঁথির মোড়-কামারহাটি রুটে বন্ধ অটো, সমস্যায় যাত্রীরা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Dec 2017 07:28 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -