কলকাতা: কলকাতা হাইকোর্টে ভর্ত্সনা সত্ত্বেও আপাতত স্বস্তিতে বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। কুরুচিকর মন্তব্যের মামলার তদন্তে অন্তর্বতী স্থগিতাদেশের নির্দেশ কলকাতা হাইকোর্টের।
বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে মহুয়া মৈত্রর করা কুরুচিকর মন্তব্যের অভিযোগের তদন্তে ৬ সপ্তাহের অন্তর্বতী স্থগিতাদেশ দিল হাইকোর্ট। যদিও একটি সর্বভারতীয় ইংরেজি নিউজ চ্যানলে মহুয়া মৈত্রের উদ্দেশ্যে বাবুলের মন্তব্যের এদিন কড়া সমালোচনা করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী।তিনি বলেন, এই ধরনের মন্তব্য অনুচিত, নিন্দনীয় এবং নিম্নমানের। বিচারপতি প্রশ্ন তোলেন, কোনও মহিলার প্রতি এটা কোনও ভাষা প্রয়োগ? পাশাপাশি তাঁর মন্তব্য, রাজনীতিতে ভাষার প্রয়োগ নিম্নমানের হয়েছে। বিচারপতি বলেন, হীরেন মুখোপাধ্যায়ের কথা চিন্তা করুন। আপনার দলের অটলবিহারী বাজপেয়ীর কথা ভাবুন। এই ধরনের রাজনীতিকদের তুলনায় এই বিজেপি সাংসদের ভাষার প্রয়োগ অত্যন্ত নিম্নমানের।
বাবুলের আইনজীবী জানান, এরপরে অবশ্য মামলার নথি খতিয়ে দেখে তদন্তে ৬ সপ্তাহের অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন বিচারপতি। হাইকোর্টের ভর্ত্সনার পর নিজের মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করে বাবুল বলেছেন, আমার ওরকম বলা উচিত হয়নি। তবে যে মামলা করা হয়েছে, এটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। ও আমাকে ব্যক্তিগত স্তরে বলতেই পারত। অন্যদিকে মহুয়ার মন্তব্য, বিচার ব্যবস্থার ওপর আস্থা আছে।
সর্বভারতীয় একটি নিউজ চ্যানেলে কুরুচিকর মন্তব্যের মামলায় আলিপুর থানার একাধিকবার তলবের পরেও হাজির না হওয়ায় বিজেপি সাংসদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আলিপুর আদালত। এই পরোয়ানা খারিজের দাবিতে গত শুক্রবার কলকাতা হাইকোর্টে পালটা মামলা করেন তিনি। সোমবার সেই মামলারই শুনানি ছিল।
কুরুচিকর মন্তব্য মামলায় হাইকোর্টের তীব্র তিরস্কার বাবুল সুপ্রিয়কে, তদন্তে ৬ সপ্তাহের স্থগিতাদেশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 Mar 2017 12:58 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -