কলকাতা: টাটারা কি ফের সিঙ্গুরে ফিরবে? মঙ্গলবার, এই জল্পনা উস্কে দিলেন রাজ্যের ক্ষুদ্র শিল্পোন্নয়ন নিগমের চেয়ারম্যান কর্নেল সব্যসাচী বাগচী। এদিন তিনি বলেছেন, সে দিন আর বেশি দূরে নয় যখন দেখা যাবে সিঙ্গুরে তারা আবার ফিরে আসছে। টাটাদের অ্যাটিচুড চেঞ্জ হচ্ছে।
তৃণমূল তখন বিরোধী দল। তাদের আন্দোলনের জেরে রাজ্য ছাড়তে হয়েছিল টাটাদের। সিঙ্গুর থেকে ন্যানো গাড়ি তৈরির প্রকল্প তারা নিয়ে চলে গিয়েছিল গুজরাতের সানন্দে।
সেই সিঙ্গুরের জমি নিয়ে গত কয়েক বছর ধরে চলছে আইনি লড়াই। মামলা এখন সুপ্রিম কোর্টে। এই প্রেক্ষাপটে, নয়া জল্পনা উস্কে দিলেন রাজ্যের ক্ষুদ্র শিল্পোন্নয়ন নিগমের চেয়ারম্যান। তিনি আরও বলেন, টাটারা তো সব ব্যবসা গুটিয়ে নেয়নি। ব্যাকডোরে কথাবার্তা চলছে সরকারের সঙ্গে। ৬০০ একরেই কারখানা করবে। চারশো একর নিয়ে নেতৃত্বের তো সিদ্ধান্ত আছেই। আমরাও ওদের টাচে আছি।
পর্যবেক্ষকদের একাংশের মতে, পশ্চিমবঙ্গ ক্ষুদ্র শিল্পোন্নয়ন নিগমের চেয়ারম্যানের এ দিনের মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কারণ, কয়েক দিন আগে, কলকাতায় এসে জল্পনা উস্কে দিয়েছিলেন খোদ টাটা গোষ্ঠীর চেয়ারম্যান।
টাটা টি-এর বার্ষিক সাধারণ সভায় সাইরাস মিস্ত্রি বলেছিলেন, টাটা গোষ্ঠী অরাজনৈতিক সংস্থা। আমরা রাজনীতিতে অংশ নিই না। আমাদের হৃদয়ে এবং ইতিহাসে পশ্চিমবঙ্গের এক বিশেষ স্থান রয়েছে। উন্নয়নের সম্ভাবনা রয়েছে, এভাবেই আমরা পশ্চিমবঙ্গকে সবসময় দেখব। আমার মনে হয়, সম্ভাবনা এমন হতে হবে যা দেখা যায়। যখন সম্ভাবনা দেখা যাবে, তখন রাজনৈতিক পরিবেশ যাই হোক না কেন, আমরা বিনিয়োগের সিদ্ধান্ত নেব।
এতে জল্পনা তৈরি হয়েছিল, তা হলে কি সিঙ্গুর পর্বের তিক্ত অভিজ্ঞতা ভুলে গিয়ে, শিল্পবান্ধব পরিস্থিতি পেলে পশ্চিমবঙ্গে বিনিয়োগের কথা ভাবতে পারে টাটা গোষ্ঠী? সেই জল্পনা এ দিন আরও উস্কে দিলেন পশ্চিমবঙ্গ ক্ষুদ্র শিল্পোন্নয়ন নিগমের চেয়ারম্যান।
‘ব্যাকডোরে কথা চলছে, সিঙ্গুরে ফিরছে টাটারা’, ক্ষুদ্র শিল্পোন্নয়ন নিগমের চেয়ারম্যানের মন্তব্যে জল্পনা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Aug 2016 02:10 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -