কলকাতা পুলিশের বোর্ড লেখা গাড়ি নিয়ে এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ বাগুইআটিতে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Nov 2017 10:45 AM (IST)
কলকাতা: কলকাতা পুলিশের বোর্ড লেখা গাড়ি নিয়ে এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ। বাগুইআটির কৈখালি থেকে গ্রেফতার ৪। পুলিশ সূত্রে খবর, গতকাল রোহন চট্টোপাধ্যায় নামে ওই ব্যবসায়ীকে কৈখালি থেকে অপহরণ করা হয়। পরে বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করে ব্যবসায়ীর পরিবার। রাতেই অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ। অপহরণে ব্যবহৃত ২টি গাড়ি উদ্ধার করা হয়েছে। একটি গাড়িতে কলকাতা পুলিশের বোর্ড রয়েছে বলে দাবি তদন্তকারীদের।