কলকাতা: রাজ্য সরকারের টানা ১১ দিন ছুটির সিদ্ধান্তে যখন প্রশ্নের মুখে কর্মসংস্কৃতি, তখন ছুটি ছুটি ব্যাঙ্কেও! অক্টোবর মাসে উৎসবের মরশুমে টানা বন্ধ পাঁচ দিন!
• ৮ অক্টোবর- মাসের দ্বিতীয় শনিবার, ওই দিন ব্যাঙ্কের ঘোষিত ছুটি।
• ৯ অক্টোবর- রবিবার এমনিতেই ছুটির দিন।
• ১০ এবং ১১ অক্টোবর দুর্গাপুজোর ছুটি।
• ১২ তারিখ মহরম উপলক্ষ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
উৎসবের মরশুমে ব্যাঙ্ক-বন্ধের এই ছবি চিন্তা বাড়িয়েছে গ্রাহকদের। যদিও অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্তাদের একাংশের দাবি, পরপর পাঁচদিন ব্যাঙ্ক বন্ধ থাকলেও সাধারণ গ্রাহকদের কোনও অসুবিধা হবে না।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রাক্তন এজিএম স্বপন সেনগুপ্ত জানিয়েছেন, ব্যাঙ্ক ৫ দিন বন্ধ থাকবে ঠিকই, তবে আমজনতার কোনও সমস্যা হবে না। কারণ, ৫ দিনই এটিএম খোলা থাকবে, এবং পর্যাপ্ত টাকা থাকবে।
যদিও অনেকেই পাল্টা, বলছেন, সব ব্যাঙ্কের এটিএমে-ই দৈনিক টাকা তোলার একটা ঊর্ধ্বসীমা আছে। চাইলেও, তার বেশি টাকা তোলা যায় না। সেক্ষেত্রে ছুটির পাঁচ দিন, কারও বেশি টাকার প্রয়োজন হলে, তিনি তো সমস্যার মুখে পড়বেন!
একটানা পাঁচ দিন ব্যাঙ্ক বন্ধ থাকা, চিন্তার কারণ হয়েছে বণিক মহলের কাছেও। তাদের দাবি, প্রতিদিন যাঁরা মোটা টাকা লেনদেন করেন, এক টানা পাঁচ দিন ব্যাঙ্ক বন্ধ থাকলে তাঁরা সমস্যার মুখে পড়বেন।
মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হেমন্ত বাঙুর বলেন, যারা মোটা টাকা লেনদেন করে তাদের অসুবিধা হবে। রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে, কিন্তু গোটা দেশে বাণিজ্যিক কাজর্কম চালু থাকবে। স্টক এক্সচেঞ্জ খোলা থাকবে। ফলে টাকা লেনদেন করতে গিয়ে অসুবিধা হবে। ফলে, ৫ দিনের মধ্যে অন্তত একদিন অর্থেক বেলা হলেও, পরিষেবা চালু হোক।
সব মিলিয়ে ব্যাঙ্কের ছুটি নিয়ে টেনশনে বড় থেকে ছোট, সব গ্রাহকই!
৮ থেকে ১২ অক্টোবর বন্ধ ব্যাঙ্ক, গ্রাহক হয়রানির আশঙ্কা
Web Desk, ABP Ananda
Updated at:
24 Sep 2016 08:34 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -