বাসন্তী হাইওয়েতে খাল থেকে উদ্ধার গাড়ি, ভেতর থেকে মিলল দেহ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 28 Jul 2017 09:56 AM (IST)
কলকাতা: দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী হাইওয়েতে খাল থেকে উদ্ধার গাড়ি। গাড়ি থেকে মিলল দেহ। দুর্ঘটনায় মৃত্যু, প্রাথমিক তদন্তে অনুমান। সকাল ৮টা নাগাদ আনন্দপুর থানা এলাকার আড়ুপোতায় খালের মধ্যে একটি গাড়ি ভাসতে দেখেন তিলজলা ট্রাফিক গার্ডের পুলিশকর্মীরা। ওই গাড়ি থেকেই উদ্ধার হয় এক যুবকের দেহ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, মৃতের নাম উত্সব অগ্রবাল। বাড়ি হাওড়ার বৈকুণ্ঠ চ্যাটার্জি লেনে।বছর ৩৩-এর ওই যুবক সল্টলেকের একটি সংস্থার ক্যান্টিনমালিক। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির রেজিস্ট্রেশন একটি প্রকাশনী সংস্থার নামে করানো হয় বলে পুলিশ সূত্রে খবর।যদিও ওই প্রকাশনী সংস্থার দাবি, তারা বেশ কয়েকমাস আগে গাড়িটি বিক্রি করে দেয়। প্রাথমিক তদন্তে অনুমান, গাড়ির গতি বেশি থাকায় বাসন্তী হাইওয়ের ওই অংশে বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক।