কলকাতা: কলকাতায় শুরু হল তথ্য ও প্রযুক্তির রাজসূয় যজ্ঞ ‘ইনফোকম-২০১৭’৷ ১৬ তম ইনফোকমের থিম, দ্য ডিজিটাল ট্রান্সফর্মেশন। আজ শহরের এক পাঁচতারা হোটেলে অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটেই ঘোষিত হবে নতুন তথ্যপ্রযুক্তি নীতি। মুখ্যমন্ত্রী বলেন, বাম আমলে আইটি নিয়ে এতটা ভাবাই হয়নি। গত ৬ বছর ধরে তথ্যপ্রযুক্তিতে জোর দিয়েছে তৃণমূল সরকার। এই মুহূর্তে রাজ্য দেশের এক নম্বর।


মুখ্যমন্ত্রীর দাবি, আগামী দিনে বিনিয়োগকারীদের গন্তব্য হবে তথ্য-প্রযুক্তিতে উন্নত এই বাংলা। রাজ্যে বিনিয়োগের আহ্বান জানানোর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা, রাজ্যে লগ্নি করলে মিলবে ছাড়, ভর্তুকি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যে তথ্যপ্রযুক্তি মন্ত্রী ব্রাত্য বসু। প্রতিবারের মতো এবারও হাজির নামজাদা তথ্যপ্রযুক্তি সংস্থার প্রতিনিধিরা। উদ্বোধনের পর ছিল বিশেষ অনুষ্ঠান। কীভাবে সাধারণ থেকে অসাধারণে উত্তীর্ণ হওয়া যায়, বক্তৃতার মাধ্যে তাই-ই তুলে ধরেন প্রসন্ন ট্রাস্টের প্রতিষ্ঠাতা, সভাপতি স্বামী সুখাবোধানন্দ।

ইনফোকম চলবে আগামী তিনদিন ধরে। এখানে মত বিনিময় করবেন বিশ্বের নামী তথ্য-প্রযুক্তি সংস্থার কর্তা-ব্যক্তি, তথ্য-প্রযুক্তি পেশাদার, উদ্যোগপতি এবং আইটি গুরুরা।