আলাদা আলাদা নয়, একই হাসপাতালে করোনা আক্রান্তদের চিকিত্সার ভাবনা রাজ্য সরকারের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 Mar 2020 06:40 PM (IST)
করোনাভাইরাস মোকাবিলায় নয়া সিদ্ধান্ত নিতে পারে রাজ্য সরকার।আলাদা আলাদা হাসপাতালে করোনা আক্রান্তদের চিকিৎসা নয়।একটি হাসপাতালেই রোগী পাঠানোর চিন্তাভাবনা।
কলকাতা :করোনাভাইরাস মোকাবিলায় নয়া সিদ্ধান্ত নিতে পারে রাজ্য সরকার।আলাদা আলাদা হাসপাতালে করোনা আক্রান্তদের চিকিৎসা নয়।একটি হাসপাতালেই রোগী পাঠানোর চিন্তাভাবনা। জানা গেছে, এমনই চিন্তাভাবনা করা হচ্ছে রাজ্য সরকারের তরফে।তাহলে কি কলকাতা মেডিক্যাল কলেজকে করোনা চিকিৎসাকেন্দ্র ? ৩০০০ বেডের চিকিৎসা পরিকাঠামোর ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে খবর কলকাতা মেডিক্যাল কলেজ সূত্রে।এখন সুপার স্পেশালিটি ভবনকে করা হচ্ছে করোনা ওয়ার্ড।থাকছে ৩০০ বেডের ব্যবস্থা।শীঘ্রই মেডিক্যাল কলেজ হবে করোনা চিকিৎসাকেন্দ্র। উল্লেখ্য, এখনও পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা সাত। একজনের মৃত্যু হয়েছে। বেলেঘাটা আইডি হাসপাতালে আক্রান্তদের চিকিত্সা চলছে।