কলকাতা: রাজ্যের সাম্প্রতিক পঞ্চায়েত নির্বাচনে বিজেপি কর্মীদের হত্যা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী হংসরাজ আহির। তাঁর মতে, পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলার পরিস্থিতি ‘সমস্যা-জর্জরিত’।


কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমরা দেখেছি সদ্যসমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে কীভাবে বিজেপি কর্মীদের হত্যা করা হয়েছে। এটাই একমাত্র রাজ্য যেখানে বিরোধীদের মনোনয়ন দাখিল করতে দেওয়া হয় না। নির্বাচনের সময় হিংসা হল গণতন্ত্রের সুষ্ঠু পরিচালনের কাছে চ্যালেঞ্জ।


তিনি যোগ করেন, বিভিন্ন খবর থেকেই প্রমাণিত যে, পঞ্চায়েত নির্বাচন হিংসা-কবলিত ছিল। এটা গণতন্ত্রের পক্ষে ভাল নয়। এরাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতিতে সমস্যা রয়েছে। একইসঙ্গে তিনি মনে করিয়ে দেন, আইনঙ্খলা রাজ্যের বিষয়। ফলে, পুরো দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের।


আহির বলেন, আইনশৃঙ্খলা রাজ্যের বিষয় হলেও, যখন তা লঙ্ঘিত হয়, তখন কেন্দ্র হস্তক্ষেপ করতে বাধ্য হয়। কিন্তু, রাজ্যের উচিত আইনশৃঙ্খলা বজায় রাখা।