কলকাতা: জট কেটেছিল আগেই। পরীক্ষার প্রস্তুতিও শুরু করে দিয়েছিল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। সোমবার জানা গেল পরীক্ষার দিনক্ষণ। রাজ্যে মেডিক্যাল জয়েন্ট হবে আগামী ২০ জুলাই, বুধবার।
মেডিক্যাল-জয়েন্টের দিন ঠিক করতে সোমবার সল্টলেকের স্বাস্থ্য ভবনে জরুরি বৈঠকে বসেন আধিকারিকরা। ওই বৈঠকেই ঠিক হয়, এবারের মেডিক্যাল জয়েন্টের দিন। স্বাস্থ্য ভবনের সিদ্ধান্তে চূড়ান্ত অনুমোদন দিয়েছেন মুখ্যমন্ত্রী।
জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার সন্ধে থেকে বোর্ডের ওয়েবসাইটে দেওয়া হবে পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য। ওয়েবসাইটগুলি হল www.wbjeet.in এবং ww.wbjeet.nic.in



মেডিক্যাল জয়েন্ট বাতিল হয়ে যাওয়ায়, গত ১৭ মে ইঞ্জিনিয়ারিং ও ফার্মাসি পরীক্ষায় বসেন ১ লক্ষ ৩০ হাজার পরীক্ষার্থী। আগামী ২০ জুলাই মেডিক্যাল জয়েন্টে বসবেন রাজ্যের ৭৫ হাজার ৮৬২ জন পরীক্ষার্থী।
সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যস্তরে মেডিক্যাল জয়েন্ট বাতিল হওয়াক পর কার্যত দিশাহীন অবস্থা ছিল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের। কেন্দ্রের অর্ডিন্যান্সে রাষ্ট্রপতি সই করার পরই বদলে যায় পরিস্থিতি! শুরু হয় রাজ্য স্তরে মেডিক্যাল জয়েন্ট নেওয়ার তোড়জোড়!
সোমবার ঠিক হল সেই পরীক্ষার দিন।