কলকাতা: অতীতের বোঝা সরিয়ে এগোতে পারায় অভিনন্দন। ঘুরপথে ভূতপূর্ব শাসক-জমানাকে স্মরণ করিয়ে বাণিজ্য সম্মেলনে মন্তব্য রাষ্ট্রপতির। বললেন, রাজ্য এখন বিনিয়োগের ঠিকানা।
বিশ্ববঙ্গ সম্মেলনের উদ্বোধনী ভাষণে সুরটা বেধে দিলেন খোদ প্রণব মুখোপাধ্যায়। রাষ্ট্রপতি বলেন, ২০১১ মমতা ক্ষমতায় আসার পর থেকে যে উদ্যোগে নিয়েছে তাতে রাজ্যে বিনিয়োগের পরিবেশ ফিরে এসেছে। বিনিয়োগের অন্যতম গন্তব্য হবে বাংলা। হারানো গৌরব ফিরে পাবে।
এখানেই তিনি থেমে থাকেন নি। আগের বাম-জমানাকে কটাক্ষ করে রাষ্ট্রপতি বলেন, অতীতের বোঝা সরিয়ে এগোতে পেরেছে রাজ্য। বাম-জমানাকে স্মরণ করিয়ে বাণিজ্য সম্মেলনে মন্তব্য রাষ্ট্রপতির।
তাঁর দাবি, রাজ্য এখন বিনিয়োগের ঠিকানা। কোনও সময় হোঁচট খেয়ে, পিছিয়ে পড়েও, ঘুরে দাঁড়িয়েছে রাজ্য। রাজ্যের সার্বিক সাফল্য কামনা করি। রাষ্ট্রপতি যোগ করেন, একসময় শিল্পে ভাঁটা এসেছিল এ রাজ্যে। ২০১১ সালে মুখ্যমন্ত্রীর উদ্যোগে বিনিয়োগে পরিবর্তন আসে। পরপর দুটি শিল্প সম্মেলনের আয়োজনই তার প্রমাণ।
পাশাপাশি, রাষ্ট্রপতি বলেন, সহযোগিতামূলক গণতন্ত্র ভারতের শক্তি। প্রদেশের উন্নতিতেই দেশের উন্নয়ন। নোটবাতিলকাণ্ডে কেন্দ্র-রাজ্য সংঘাতের আবহে মন্তব্য রাষ্ট্রপতির।
অতীতের বোঝা সরিয়ে রাজ্য এখন বিনিয়োগের ঠিকানা, বাম-জমানাকে কটাক্ষ রাষ্ট্রপতির
Web Desk, ABP Ananda
Updated at:
20 Jan 2017 07:58 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -