কলকাতা: বৃহস্পতিবার ভোটগণনা। কলকাতার প্রতিটি গণনাকেন্দ্রে থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। শহরে মোতায়েন থাকবে ২ হাজারের বেশি পুলিশ ও সাত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রতিটি গণনাকেন্দ্রের ১০০ মিটার দুরে থাকবে পুলিশের ব্যারিকেড। গণনাকেন্দ্রের প্রবেশপথে থাকবেন পুলিশ কর্মীরা। গণনাকেন্দ্রের ভিতরে নিরাপত্তা দায়িত্বে থাকবেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
পুলিশ সূত্রে খবর, প্রতিটি গণনাকেন্দ্র লাগোয়া এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকবেন কলকাতা পুলিশের ডিসি পদমর্যাদার অফিসাররা। শহরের বিভিন্ন জায়গায় থাকবে ২৩৩টি পুলিশ পিকেট।
ভোট-পরবর্তী হিংসা রুখতে গণনার পরও রাজ্যে কেন্দ্রীয় বাহিনীকে রাখার জন্য কমিশনের কাছে দাবি জানিয়েছে বিরোধীরা। কিন্তু, কমিশন সূত্রে খবর, ভোট-গণনা মিটলেই ২০ তারিখ থেকে রাজ্য ছাড়তে শুরু করবেন বাহিনীর জওয়ানরা। গণনার পর রাজ্যে কেন্দ্রীয় বাহিনী রাখতে চাইলে রাজ্য সরকারকে স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি দিতে হবে বলে জানিয়েছে কমিশন।
ত্রিস্তরীয় নিরাপত্তার চাদরে গণনাকেন্দ্রগুলি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 May 2016 05:26 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -