কলকাতা:ফের কেন্দ্র-রাজ্য সংঘাত!এবার ইস্যু ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের ট্যাবলো।রাজ্য সরকার ট্যাবলোর থিম হিসাবে প্রস্তাব দিয়েছিল ‘একতা ও সম্প্রীতি’।
কিন্তু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার জানালেন রাজ্যের ট্যাবলোর থিমকে নাকচ করে দিয়েছে কেন্দ্র।
রাজ্য প্রশাসন সূত্রে দাবি, ট্যাবলো নিয়ে রাজ্যের প্রেজেন্টেশন দেখে কেন্দ্রের বিশেষজ্ঞরা প্রথমে রাজি হয়েছিলেন। কিন্তু, অন্য একটা রাজ্যকে ঢোকানো হবে বলে পরে পশ্চিমবঙ্গকে বাতিল করে দেওয়া হয়। বাতিল যে করা হয়েছে তা জানানো পর্যন্ত হয়নি। সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে ট্যাবলো নিয়ে মিটিংয়ে পশ্চিমবঙ্গকে ডাকা হয়েছিল। সেখানেই প্রেজেন্টেশন দেওয়া হয়। কিন্তু, তারপর আর কিছু জানানো হয়নি।
শুক্রবার এ নিয়ে নিজের ক্ষোভ স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর প্রশ্ন, একতা ও সম্প্রীতি থিম বলেই কি বাতিল করা হল?
এ নিয়ে মুখ্যমন্ত্রীকে জবাব দিয়েছে বিজেপি। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, কেন্দ্রের অধিকার আছে নেওয়া বা না নেওয়ার।

২০১৪ সালে মনমোহন সরকারের আমলে পশ্চিমবঙ্গের ট্যাবলোর থিম ছৌ নাচ দেশের সেরা হয়েছিল।

কিন্তু, ২০১৫ সালের প্রজাতন্ত্র দিবসে ট্যাবলো নিয়ে মোদী সরকারের সঙ্গে মমতা সরকারের সংঘাত বাধে।
সেই বছর রাজ্য কন্যাশ্রীকে ট্যাবলোর থিম করতে চাইলেও, তা মানেনি কেন্দ্র। তারফলে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের কোনও ট্যাবলো ছিল না।
অর্থাৎ ২০১৫ সালের পর ফের একবার ২৬ জানুয়ারি দিল্লির রাজপথে দেখা যাবে না পশ্চিমবঙ্গের ট্যাবলো।