কলকাতা: তৃণমূল ছাড়লেন ভাইচুং ভুটিয়া। সোশাল মিডিয়ায় পোস্ট করে তৃণমূল থেকে ইস্তফার কথা জানালেন ভারতের প্রাক্তন ফুটবল অধিনায়ক। ফেসবুকে পোস্ট ও ট্যুইটার হ্যান্ডলে লিখে রাজ্যের শাসক দলের সঙ্গে সব সম্পর্ক চোকালেন জাতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক!
সোমবার সকালে, সোশাল নেটওয়ার্কিং সাইটে ভাইচুং ভুটিয়া লেখেন, আজ (সোমবার) থেকে তৃণমূলের সদস্যপদ ও সমস্ত ধরনের সরকারি ও রাজনৈতিক পদ থেকে আমি ইস্তফা দিলাম। এই মুহূর্তে কোনও দলের সঙ্গেই যুক্ত নই।





কিন্তু কেন আচমকা তৃণমূল ছাড়ার সিদ্ধান্ত? তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, আমরা কিছুই জানি না। দলকে কিছুই জানাননি। শুধু ট্যুইট করেছে। প্রতিক্রিয়া জানার জন্য ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও, ভাইচুংকে পাওয়া যায়নি।

২০১১ সালে খেলা থেকে অবসর নেন ভাইচুং ভুটিয়া। ২০১৩ সালে যোগ দেন তৃণমূলে। এর পর দু’বার তাঁকে ভোটের টিকিট দেয় তৃণমূল। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে, দার্জিলিং লোকসভা কেন্দ্রে মোর্চা সমর্থিত বিজেপি প্রার্থী এস এস অহলুওয়ালিয়ার কাছে হেরে যান ভাইচুং।
২০১৬ সালে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে তাঁকে প্রার্থী করে তৃণমূল। কিন্তু তদানীন্তন বাম-কংগ্রেস জোটপ্রার্থী অশোক ভট্টাচার্যর কাছে তাঁকে হারতে হয়।
প্রাক্তন ভারত অধিনায়ককে ‘বঙ্গভূষণ’ সম্মান দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। পঞ্চায়েত নির্বাচনের মুখে এ হেন প্রাক্তন ফুটবল তারকার ‘তৃণমূল ত্যাগ’ ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।