কলকাতা:  বিধাননগর স্টেশনে লাইন পেরোতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু প্রৌঢ়ের। আজ সকাল সাড়ে ৮টা নাগাদ বিধাননগর স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে ২ নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার জন্য লাইন পার হচ্ছিলেন বছর পঞ্চাশের ওই প্রৌঢ়। সেসময় তাঁকে ধাক্কা মারে শিয়ালদাগামী ডাউন ট্রেন।

আশঙ্কাজনক অবস্থায় ওই প্রৌঢ়কে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা।