কলকাতায় প্রাসাদোপম ফ্ল্যাটে গা ঢাকা দিয়েও গ্রেফতার বিহার পরীক্ষা দুর্নীতির মাস্টার মাইন্ড
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 09 Aug 2016 04:12 PM (IST)
কলকাতা: প্রাসাদোপম বাড়ি কিনে গা ঢাকা দিয়েও হল না শেষ রক্ষা। দক্ষিণ ২৪ পরগনা থেকে গ্রেফতার বিহারে পরীক্ষা দুর্নীতির মাস্টার মাইন্ড।ধৃতের নাম বিকাশ কুমার। বিহার বিদ্যালয় পরীক্ষা সমিতির প্রধান করণিক ও স্টোর কিপার। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার জিঞ্জিরাবাজারে হানা দেয় সিআইডি ও বিহার পুলিশের দল। সেখান থেকে গ্রেফতার বিকাশ কুমার। বিহারে এ বছরের দ্বাদশ শ্রেণির পরীক্ষায় কলা বিভাগে ৫০০ নম্বরের মধ্যে ৪৪৪ পেয়ে প্রথম হয়ে চমকে দেন রুবি রাই। কিন্তু কয়েকদিনের মধ্যেই ধরা পড়ে যায় তাঁর জালিয়াতি। সংবাদমাধ্যমের স্টিং অপারেশনে তিনি বলেন, রাষ্ট্রবিজ্ঞান হল রান্না শেখানোর বিষয়। পলিটিক্যাল সায়েন্সকে বলেন প্রোডিক্যাল সায়েন্স। হইচই শুরু হয় দেশজুড়ে। প্রকাশ্যে আসে বিহারে পরীক্ষা-দুর্নীতির ঘটনা। তদন্তকারীদের দাবি, বিহার বিদ্যালয় পরীক্ষা সমিতির প্রশ্ন ছাপানোর জন্য সরকারি বরাত পায় মথুরার একটি সংস্থা। পাশাপাশি, সমিতির চেয়ারম্যান লালকিশোর সিংহের সঙ্গে যোগসাজোশ করে বিহার বিদ্যালয় পরীক্ষা সমিতির প্রধান করণিক ও স্টোর কিপার বিকাশ কুমার বেসরকারিভাবে প্রশ্ন ছাপা ও উত্তরপত্র তৈরি করার বরাত দেন গুজরাতের একটি সংস্থাকে। ২৮টি লরিতে করে ৯ কোটি টাকার প্রশ্নপত্র ও উত্তরমালা সরবরাহ করে ওই সংস্থা। গোপনে চড়া দামে তা খোলা বাজারে বিক্রি করে দেন দু’জন। কিন্তু চুক্তির ৯ কোটি টাকা না পেয়ে মামলা করে গুজরাতের ওই সংস্থা। তাতেই প্রকাশ্যে আসে পরীক্ষা-দুর্নীতি। বারাণসী থেকে গ্রেফতার হন লালকিশোর সিংহ ও তাঁর স্ত্রী। পরীক্ষার ফল বাতিলের পাশাপাশি গ্রেফতার হন রুবি রাইও। জানা যায়, কাঁকুড়গাছি-ফুলবাগান এলাকায় বিলাবহুল ফ্ল্যাট কিনে গা ঢাকা দিয়ে রয়েছেন বিকাশ। এরপরই এ রাজ্যের সিআইডি-র সঙ্গে যৌথভাবে তদন্তে নামে বিহার পুলিশ। মোবাইল ফোনের সূত্র ধরে এদিন পাকড়াও করা হয় বিকাশ কুমারকে। আলিপুর আদালতে পেশ করে ধৃতকে ট্রানজিট রিমান্ডে বিহার নিয়ে গিয়েছেন তদন্তকারীরা।