কামালগাজিতে পথ দুর্ঘটনা, মৃত্যু মাধ্যমিক পরীক্ষার্থী সহ দু জনের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Feb 2017 07:22 AM (IST)
কলকাতা: ফের বেপরোয়া গতির বলি দু জন। দক্ষিণ ২৪ পরগনার কামালগাজিতে, ইএম বাইপাসের উপর পথ দুর্ঘটনায় মৃত্যু ২ হেলমেটহীন বাইক আরোহীর। মৃত মাধ্যমিক পরীক্ষার্থী পায়েল গুহ ও তার বন্ধু রাহুল মুখোপাধ্যায়। দু জনেরই বাড়ি নেতাজিনগর-কুঁদঘাট এলাকায়। জানা গিয়েছে, দুটি বাইকে চড়ে পায়েল, রাহুলরা চার বন্ধু মিলে গতকাল রাতে কামালগাজিতে আরেক বন্ধুর বাড়িতে যায়। ফেরার পথে কামালগাজি উড়ালপুলে একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর দেওয়ালে ধাক্কা মারলে ছিটকে নিচে পড়ে যায় পায়েল। গুরুতর আহত হয় তার বন্ধুও। আশঙ্কাজনক অবস্থায় নার্সিংহোমে নিয়ে গেলে দু জনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।