কলকাতা:  সল্টলেকে জাল নথি তৈরি করে ফ্ল্যাট বিক্রির অভিযোগে গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর তথা বিজেপি নেতা অনুপম দত্ত। শুক্রবার রাতে বিমান বন্দর এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে বিধাননগর গোয়েন্দা পুলিশ। তদন্তকারীদের দাবি, সল্টলেকের বি ডি ব্লকে জাল নথি তৈরি করে এক কোটি টাকায় ফ্ল্যাট বিক্রি করেন অভিযুক্ত। তদন্তে নেমে প্রথমে মধুসূদন চক্রবর্তী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তাঁকে জেরা করেই অনুপমের জড়িত থাকার বিষয়টি জানা যায় বলে দাবি পুলিশের। প্রতারণার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না তা জানতে অভিযুক্তকে হেফাজতে নিয়ে জেরা করা হবে বলেও জানিয়েছেন তদন্তকারীরা।